পাখি হঠাৎ (স্ট্রোক) করে কেন মারা যায়?
আমাদের পোষা পাখি বা খাঁচার পাখি অনেক সময় ভয় পায়। কিন্তু এগুলো আমরা জানি না, তাই অনেক সময় ভয় পেয়ে স্ট্রোক করে মারা যায়।
কি কি কারনে পাখি ভয় পায়?
১) পাখাল ও ভিজিটরের বডি ল্যাঙ্গুয়েজ – পাখির রুমে স্বাভাবিক যে আচরন করে, তার ব্যতিক্রম হলেই পাখি ভয় পেতে পারে।
২) বড় জীবজন্তু: পাখির রুমে কুকুর, বিড়াল বা বড় কোন প্রাণী (যেসব প্রাণী দেখে সে অভ্যস্থ নয়) প্রবেশ করলে পাখি ভয় পেতে পারে।
৩। পরিবর্তন: পাখির রুমে কেন পরিবর্তন বা ছোট খাঁচা থেকে বড় খাঁচা অথবা বড় থেকে ছোট খাঁচায় নিলে পাখি ভয় পেতে পারে।
৪। ভূমিকম্প: ভূমিকম্প হলে পাখি আগে থেকেই টের পেয়ে যায় এবং এর কারনে ভয়ে আগে থেকেই দাপাদাপি করে।
৫। মধ্য রাতের ভয় বা Night Frights: কোন কিছুর আওয়াজ পেলেই পাখি কেইজে দাপাদাপি করে। বিশেষ করে ককাটেল। এই দাপাদাপির কারনে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে।
উপরে উল্ল্যেখিত বিষয় গুলো যাতে পাখি যেন সম্মুখিন না হয়, সেদিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
সুস্থ্য ও ভালো থাকুক সবার পাখি!
No Comments